সুদীপ পাল, বর্ধমানঃ
আদিবাসী মেলায় নাগরিকত্ব আইনের বিরোধিতায় সরব হলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু।
গুসকরা কলেজ মাঠে আউসগ্রাম ১ ব্লক আদিবাসী মেলায় যোগদান করে তিনি বলেন, দেশের শাসক নাগরিকদের প্রমাণপত্র চাইছে। কিন্তু তাঁরা কেউ প্রমাণপত্র দেবেন না। তিনি প্রশ্ন তোলেন ‘হঠাৎ প্রমাণপত্র দেবো কেন? আর কাকেই বা দেব? আমরাই প্রকৃত নাগরিক কেননা আমরা এখানকার আদি বাসিন্দা।’
আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, জনজাতি সম্প্রদায়ের অনেকেরই জন্ম শংসাপত্র নেই। নেই নথিপত্র।
আরও পড়ুনঃ গ্রীষ্মের পূর্বেই চাতক তপনের চকবলরাম গ্রামের বাসিন্দারা
কিন্তু আদি বাসিন্দা তাঁরাই। হঠাৎ করে নথি দেখতে চাইলে তাঁরা কোথা থেকে পাবেন? সমস্ত কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের বিরোধিতায় পথে নেমেছেন বলে তিনি দাবি করেন। মেলায় ১১৭ টি আদিবাসী দলকে নিয়ে নৃত্য প্রতিযোগিতা হয়েছিল।
তার মধ্যে প্রথম তিনটি দলকে পুরস্কার ও যোগদানকারী দু’হাজার মহিলার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আদিবাসী সমাজের কৃষ্টি সংস্কৃতি এবং প্রতিভা প্রকাশের জন্যই এই ধরনের মেলার আয়োজন বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584