নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্য তৃণমূলের নির্দেশ অনুসারে ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে নানান কর্মসূচী গ্রহণ করছে বর্তমান শাসকদল।
একের পর এক কর্মসূচির মাধ্যমে এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জেলা স্তর থেকে ব্লক স্তরে চলছে প্রতিবাদ মিছিল শুধু তাই নয় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে তৃণমূল নেতৃত্ব। সেদিকটায় মাথায় রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ আন-এডেড মাদ্রাসা গুলিতেও সরকারি সুবিধা দেবার দাবী মাদ্রাসা শিক্ষক সংগঠনের
এই দিন এই জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ ড: মানস ভুঁইয়া, গীতা ভূঁইয়া, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী ও নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব।
এদিন বক্তব্যের মধ্য দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে নানান ভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতৃত্ব। অর্থাৎ আগামী দিনে এই আইন যে কোন মতেই মেনে নেবেনা বর্তমান শাসকদল তা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584