সুদীপ পাল, বর্ধমানঃ
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা এবং এনআরসির প্রতিবাদে পূর্ব বর্ধমানের শাসকদলের বিধায়করা পথে নেমেছেন। আগামী ২৮ ডিসেম্বর জেলার প্রতিটি বিধানসভা এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় তিনদিন পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়েছে। জেলার প্রতিটি ব্লক, পুরসভায় শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ সভা করা হয়। গত ১৬ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর বর্ধমান শহরে মহামিছিলের আয়োজন করা হয়েছিল।
মিছিল শেষে প্রতিবাদ সভা করা হয়। এবার আগামী ২৮ ডিসেম্বর কর্মসূচির জন্য প্রতিটি বিধানসভার জনবহুল এলাকাকে নির্বাচন করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ পানীয় জলের দাবিতে পথ অবরোধ দিনহাটায়
যেখানে অবস্থান-বিক্ষোভ চলবে টানা সাত ঘণ্টা অর্থাৎ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। এই অবস্থান-বিক্ষোভে বিধায়কদের সঙ্গে প্রতিটি বিধানসভার অন্তর্গত ব্লক সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে। কোন বিধানসভার অধীনে যদি দুটি ব্লক থাকে তাহলে সেই দুজন ব্লক সভাপতিকেই উপস্থিত থাকতে হবে।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দেবু টুডু বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতান্ত্রিক পদ্ধতিতে পথে নেমেছেন সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির প্রতিবাদে, আমরাও প্রদেশে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশ মেনে আমাদের জেলায় সেই কর্মসূচি পালন করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584