নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
আজ বাঁকুড়া মাচানতলার মোড়ে এসইউসিআই নেতৃত্বে সাম্প্রদায়িক বিরোধী সপ্তাহ পালন করা হলো।আজ ৬ ডিসেম্বর আজকের দিনে বাবরি মসজিদ ধ্বংস হয়।তাই তার প্রতিবাদে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয় এবং বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।আরএসএস বিজেপি ধর্ম বর্ণ বিদ্বেষের রাজনীতির প্রতিবাদে সাম্প্রদায়িকতা বিরোধী সপ্তাহ পালন শুরু করা হলো এদিনের বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে।
অপরদিকে সিপিএম এর পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়।এই মিছিল বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় স্কুল মাঠ থেকে শুরু করে শহর পরিক্রমা করে।নয় ধর্মীয় নয় ধর্মীয় উত্তেজনা এই স্লোগানকে সামনে রেখে পদযাত্রা শুরু হয়। মিছিলে অংশগ্রহণ করে বেশকিছু সিপিএম সমর্থক।জাতীয় সংহতি ও সম্প্রীতি রক্ষা করার আবেদন জানানো হয় সিপিএমের পক্ষ থেকে।
আরও পড়ুন: যত্রতত্র শূকর,বিস্মিত জেলাশাসক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584