পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান

0
79

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মাদকের নেশা সর্বনাশা। আর এবার এই প্রত্যয়কে বাস্তবায়িত করতে এগিয়ে এল নারকোটিক্স ব্যুরো, মেদিনীপুর জেলা পুলিশ। আগামী ২৬শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আর তার আগে শনিবার মাদক বিরোধী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হলে । এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আলোক রাজোরিয়া, অ্যাডিশনাল এস.পি শচীন মক্কর ও জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি। এছাড়াও হাজির ছিলেন ডিএসপি অ্যাডমিনিস্ট্রেশন দেবশ্রী সান্যাল, ডি.এস.পি অপারেশন অতিশ বিশ্বাস, ডিএসপি ডিএনটি উৎপল পুরোকাইত বিশিষ্ট সমাজকর্মী রমাপ্রসাদ গিরি ।

নিজস্ব চিত্র

এদিন অনুষ্ঠানের সূচনা হয় ম্যারাথন দৌড়ের মাধ্যমে। তারপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মাদক বিরোধী ও সচেতনতা তৈরী করতে বক্তব্য রাখেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আলোক রাজোরিয়া। শনিবারের এই প্রয়াস আগামীতে সমাজের বুকে যে আলোড়ন সৃষ্টি করবে, তা আশা করা যায়। সমাজের উন্নয়নের জন্য দরকার সমস্ত কালীমার দূরীকরন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here