নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরে জেলা জুড়ে মদ ও মাদক দ্রব্যের ব্যাপক প্রসার অবিলম্বে বন্ধের দাবিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা ভেবেছে প্রশাসন। এর দাবিতে ১০ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদক দ্রব্য বিরোধী কমিটির উদ্যোগে জেলা আবগারি দফতরে বিক্ষোভ প্রদর্শন ও সুপারইনটেনডেন্ট অফ এক্সসাইজকে ডেপুটেশন দেওয়া হয়।
ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির যুগ্ম আহ্বায়ক নারায়ণ চন্দ্র নায়ক, মধুসূদন বেরা, আশুতোষ পাত্র, সুবল সামন্ত এবং গনেশ পাল। এছাড়াও উপস্হিত ছিলেন জেলা পরিষদের সদস্যা রীনা মাইতি।
পূর্ব মেদিনীপুর জেলার মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির পক্ষে যুগ্ম আহ্বায়ক নারায়ণ চন্দ্র নায়ক ও মধুসূদন বেরা বলেন, জেলার পাঁশকুড়া, কোলাঘাট, মহিষাদল, হলদিয়া এলাকায় রমরমিয়ে চলছে চোলাই মদের ভাটি। অন্যদিকে জেলা আবগারি দফতর কোলাঘাটের পরমানন্দপুরে নতুন করে মদের দোকান খোলার উদ্যোগ নিতে চলেছে।
আরও পড়ুনঃ ক্যাব বিরোধী আন্দোলন রুখতে অসম-ত্রিপুরায় নামাতে হল সেনা
বিহার, মিজোরামের মতো এ রাজ্যে মদ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। জেলায় নতুন করে কোনও মদ দোকানের লাইসেন্স না দেওয়া, জেলার সমস্ত চোলাই মদ তৈরির ভাটি বন্ধ, হেরোইন, আফিম, গাঁজা, চরস-সহ সমস্ত মাদকদ্রব্যের প্রসার বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয় প্রস্তাবিত স্মারকলিপিতে।
কর্মসূচি উপলক্ষ্যে শতাধিক বিক্ষোভকারী তমলুক হাসপাতাল মোড় থেকে মিছিল করে আবগারি দফতরে বিক্ষোভ দেখান। তবে এ বিষয়ে জেলা আবগারি আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584