দ্বিতীয় প্ল্যাটফর্মে যাত্রীশেড তৈরির কাজ শুরু দিনহাটা রেল স্টেশনে   

0
25

মনিরুল হক, কোচবিহারঃ

 

সময়ের সাথে তাল মিলিয়ে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে দিনহাটা রেল স্টেশনের।এবার যাত্রীদের দাবী মেনে ফের ওই ষ্টেশনে যাত্রীশেড  তৈরির কাজ শুরু করল রেল। বিগত বছরের এই শেড তৈরির কাজ শুরু হলেও তা বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়, কিন্তু সব বাঁধা কাটিয়ে পুনরায় সেই স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্মে যাত্রী শেড তৈরির কাজ শুরু হয়েছে।

station| newsfront.co
নিজস্ব চিত্র

রেল সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন দিনহাটা স্টেশনের ২ নং প্ল্যাটফর্ম দাঁড়ায়। কিন্তু দ্বিতীয় প্ল্যাটফর্মে শেড না থাকায় যাত্রীরা সেই প্ল্যাটফর্মে বিশ্রাম করতে পারতেন না। তাই রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই কাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুনঃচালকের তৎপরতায় জীবন রক্ষা দুই হাতির

শেড না থাকায় রোদ বৃষ্টিতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হত। তাই দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম বানানোর কাজ শেষ করার দাবি জানাচ্ছিল ট্রেনযাত্রীরা। এবছর যাত্রী সাধারণের সুবিধার কথা ভেবে কয়েক দিন আগে থেকে জোরকদমে চলছে স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরির কাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here