মনিরুল হক, কোচবিহারঃ
সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটি, কোচবিহারের পক্ষ থেকে রবিবার কোচবিহার শহর জুড়ে গান-পথনাটক-শ্রুতি নাটক ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে এনআরসি এনপিআর সিএএ-এর যে ঘৃণ্য পরিকল্পনা, তা রুখে দিতে জনগণকে সচেতন করতে সারা দিন ধরে কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে পোয়াবারো মদ্যপ গাড়িচালকদের, পুলিশের ব্রেথ অ্যানালাইজারে এড়িয়ে ছুট
এদিন টাকাগাছ শুংসুনী বাজার, হরিণ চওড়া, ব্যাংচাতরা রোড রেল গেট, অমরতলা ও সাগরদিঘী সংলগ্ন ডিআই অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কমিটির পক্ষ থেকে দল মত ভাষা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকদের কাছে আহ্বান করা হচ্ছে, ঘুরপথে এনপিআর এর মাধ্যমে এনআরসি চালু করার অপচেষ্টাকে বাতিল করার জন্য।
এদিনের এই কর্মসূচিতে নাগরিক কমিটির সহসভাপতি সর্বানন্দ বর্মন, সেলিম মোমিন, অফিস সম্পাদক নীরেন রায়, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর গফুর সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584