নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
জেলা যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এনআরসি, সিএএ, এনপিআর ও কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী আইন, দ্রব্য মূল্য বৃদ্ধির বিরুদ্ধে মেদিনীপুর কলেজ কলিজিয়েট স্কুল মাঠ থেকে মিছিল শুরু করে সারা শহর পরিক্রমা করে কলেজ কলিজিয়েট স্কুল মাঠেই শেষ হয়। প্রায় হাজার ছয়েক কর্মী সমর্থকদের নিয়ে একটি মহামিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, মন্ত্র সৌমেন মহাপাত্র, সাংসদ মানস ভূঁইয়া, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা , জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী, নির্মল ঘোষ, তৃষিত মাইতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
আরও পড়ুনঃ শান্তিপূর্ণ বিক্ষোভ চালানো সত্ত্বেও মহিলা মোর্চার উপর পুলিশি আক্রমণ, উত্তেজিত নারানগড় চত্বর
মিছিল শুরুর আগে খড়গপুর ২ নং ব্লকের চাঙ্গুয়াল গ্ৰাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত প্রতিনিধি প্রতিমা সিং ও বামফ্রন্টের প্রাক্তন উপ প্রধান নির্মল সিং সহ শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। এদের হাতে দলের পতাকা তুলে দেন জেলা সভাপতি অজিত মাইতি ও মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
অজিত মাইতি জানান আগামী দিনে বিজেপির যে কয়েকজন নির্বাচিত পঞ্চায়েত স্তরে জন প্রতিনিধি ও নেতৃত্ব আছে তারা সবাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে, আর বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584