শান্তিপূর্ণ বিক্ষোভ চালানো সত্ত্বেও মহিলা মোর্চার উপর পুলিশি আক্রমণ, উত্তেজিত নারানগড় চত্বর

0
66

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বিজেপি কর্মী সমর্থকদের উপর লাগাতার সন্ত্রাস করছে বর্তমান শাসকদল।

উত্তেজনা কমাতে ওয়াটার স্প্রে-র ব্যবহার। নিজস্ব চিত্র

সেই অভিযোগে এবং বর্তমান শাসক দলের সাথে রাজ্যের পুলিশ মদত দিচ্ছে এই অভিযোগ তুলে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার থানা ঘেরাও করল বিজেপি মহিলা মোর্চা।

টেনে হিঁচড়ে বের করা হচ্ছে বিক্ষোভকারীকে। নিজস্ব চিত্র

থানা ঘেরাও ঘিরে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয় নারানগড় থানার চত্বরে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অবশেষে লাঠিচার্জ করা হয় পুলিশের তরফে।

পুলিশের সাথে প্রতিবাদীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র

এই ঘটনায় বিজেপি মহিলা মোর্চার ৩০ থেকে ৩৫ জন কর্মী আহত হয়। আহত বিজেপি মহিলা কর্মীদের স্থানীয় এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার চরম উত্তেজনা লক্ষ্য করা যায় গোটা এলাকায়।

দলীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে মহিলারা। নিজস্ব চিত্র

বিজেপি মহিলা মোর্চার কুমার বিশ্বাস জানান, আমাদের শান্তিপূর্ণ ভাবেই থানা ঘেরাও কর্মসূচি চলছিল। হঠাৎ পুলিশ আমাদের উপর আক্রমণ করে এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

বিজেপি মহিলা মোর্চার থানা ঘেরাও অভিযান। নিজস্ব চিত্র

এই ঘটনায় আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় এই বিজেপি মহিলা মোর্চার নেত্রী। অন্যদিকে এই ঘটনায় পাঁচ থেকে ছয় জন মহিলা পুলিশ কর্মী আহত হয় বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।

অসুস্থ হয়ে পড়া মহিলারা। নিজস্ব চিত্র

বর্তমানে চরম উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here