মহকুমা স্তরের এনআরসি-সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল তৃণমূলের

0
30

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্যের ৮৭ টি মহকুমাতে মহকুমা স্তরের এনআরসি ও সিএএ বিরোধী প্রতিবাদী মিছিল করেছে শাসকদল তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন তৃণমূল নেতা সুব্রত বক্সী, ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ অন্যান্যরা ৷

বিক্ষোভ মিছিল। নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরের কলেজ মাঠ থেকে কয়েক হাজার মানুষকে নিয়ে মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে শেষ হয় শহরের কালেক্টরেট মোড়ে ৷   অন্যদিকে খড়্গপুর মহকুমার জন্য খড়্গপুর শহর সংলগ্ন চৌরঙ্গী থেকে জেলা তৃণমূলের নেতৃত্বে মিছিল শুরু হয় ৷ মিছিল খড়্গপুর শহরে প্রবেশ করে শহর পরিক্রমা করে ৷  অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা ঘাটাল মহকুমাতে নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরে মিছিলের শেষে কালেক্টরেট মোড়ে একটি পথসভাও করেন সুব্রত বক্সী৷ সেখান থেকে কেন্দ্রীয় সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য রেখে এই দুই আইনের বিপক্ষে যুক্তি দিয়ে বক্তব্য রাখেন।

নিজস্ব চিত্র

এদিন সুব্রত বক্সী বলেন- আজ রাজ্যে মহকুমা স্তরে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে৷ পরে ২৮ তারিখে বিধানসভা স্তরে অবস্থান বিক্ষোভ হবে৷ রাজ্যে সর্বস্তরের মানুষের সঙ্গে দেশেও প্রতিবাদের ঢেউ দেখা দিয়েছে৷ আজ ঝাড়খন্ডে তার অন্যতম প্রমান৷ যতো বেশি ওরা এই ধরনের মানুষের স্বার্থ বিরোধী নীতি গ্রহন করবে ততবেশি মানুষ ওদের দেশ থেকে মুছে ফেলবে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here