মনিরুল হক, কোচবিহারঃ
এনআরসি বিরোধী ধারাবাহিক আন্দোলন শুরু হয়েছে কোচবিহারে। নো এনআরসি নো সিএএ এই দাবীকে সামনে রেখে এনআরসি বিরোধী নাগরিক সংগঠনের পক্ষ থেকে পাঁচদিনের অবস্থান-বিক্ষোভ ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলন আজ তৃতীয় দিনে পড়লো।
সোমবার থেকে কোচবিহার শহরের সুনীতি রোডের পূর্বতন ঘাসবাজার এলাকায় এই আন্দোলন চলছে। এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় সরকার এনআরসি ও সিএএ-র নামে দেশ জুড়ে অস্থিরতার সৃষ্টি করেছে। বিভাজনের এই রাজনীতির বিরুদ্ধে গোটা দেশ উত্তাল হয়েছে আমরাও কোচবিহারে লাগাতার গন আন্দোলন শুরু করেছি।
আরও পড়ুনঃ প্রভাতফেরিতে পিকআপ ভ্যানের অনধিকার প্রবেশ, গুরুতর আহত একাধিক
তবে পাঁচদিনের এই ধারাবাহিক আন্দোলন মঞ্চে উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠেছে। পাশেই একটি স্কুল থাকায় সেই স্কুলের পঠন-পাঠন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠে।
যদিও এই ধরনের অভিযগকে মানতে নারাজ আন্দোলনকারীরা। তাঁদের দাবি সরকারি শব্দ বিধির নিয়ম মেনেই এখানে মাইক বাজানো হয়েছে। এদিন এই আন্দোলন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584