মনিরুল হক, কোচবিহারঃ
একদিকে ঝাড়খণ্ডের নির্বাচনে বিজেপির বড় ধাক্কা অপরদিকে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বৃহৎ অংশ জুড়ে আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গেও এনআরসি ও সিএএ বিরোধিতায় লাগাতার আন্দোলন চলছে।
সোমবার মাথাভাঙা শহরে মিছিল হল তৃণমূলের পক্ষ থেকে। এনআরসির বিরুদ্ধে এই মহামিছিল মাথাভাঙা সি-টিম মাঠ থেকে শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন, এলাকার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি রাজ্যের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।
এছাড়াও উপস্থিত ছিলেন শীতলকুচি কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক, যুব নেতা কামাল হোসেন, শ্রমিক নেতা আলিজার রহমান, সাহের আলি মিঞা প্রমুখ।
আরও পড়ুনঃ সিএএ বিরোধী তৃণমূলের মিছিল আলিপুরদুয়ারে
এ দিন মাথাভাঙা থেকে মিছিলটি পচাগড়, কলেজ মোড়, শনি মন্দির, কাটোয়ার পট্টি, পশ্চিম পাড়া মোড়, বাজার মোড় হয়ে মাথাভাঙা চৌপথীতে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে মাথাভাঙা চৌপথীতে পথসভাও হয়।
এ দিনের কর্মসূচি প্রসঙ্গে বিনয় কৃষ্ণ বর্মন বলেন, মহারাষ্ট্রের পর আজ ঝাড়খন্ডেও ধাক্কা খেয়েছে বিজেপি। আগামী দিনে গোটা দেশে ধাক্কা খাবে তাঁরা।
এই নির্বাচনী ফলাফল প্রমাণ করে মানুষ বিজেপির বিভাজনের রাজনীতি মেনে নিচ্ছে না। এনআরসি মানুষ কখনও মেনে নেবে না। আমরা তৃনমূল কংগ্রেস এনআরসির বিরুদ্ধে, সিএএ-র বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। ধারাবাহিক আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে চলতে থাকবে বলেও তিনি জানান।
আরও পড়ুনঃ তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আহত বিরোধী দলনেতা
তিনি আরও বলেন, মানুষ বুঝে গেছে বিজেপি উন্নয়ন না করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক।
আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই বাংলায় থাকতে চাই। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গোটা কোচবিহার জেলা জুড়ে এনআরসি-র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584