জয়ঁগাতে দিলীপ ঘোষের কনভয়ে পাথরের ঢিল মেরে হামলার অভিযোগ

0
87

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

car | newsfront.co

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা, দেখানো হয় কালো পতাকাও। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। কাঠগড়ায় গোর্খা জনমুক্তি মোর্চা। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ, সম্পূর্ণ অস্বীকার করেছে গোর্খা জনমুক্তি মোর্চা।

damage car | newsfront.co

bjp leader | newsfront.co

জানা গেছে, বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জয়গাঁতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। যাওয়ার পথে দলসিংপাড়াতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশের দাবি, পঁচিশটি বাইক নিয়ে র‍্যালির অনুমতি নিয়েছিল বিজেপি।

car damage | newsfront.co

অনুমতি না থাকা সত্ত্বেও কমপক্ষে একশোটির বেশি বাইক নিয়ে র‍্যালি করার চেষ্টা করা হয়। তাই তার ওই রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। অভিযোগ, এদিন ভুটান সীমান্তবর্তী জয়ঁগা থেকে বিজেপি রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের কনভয় পরিক্রমা করে জয়ঁগা খোকলা বস্তি এলাকায় আসার সময় জয়ঁগা সুমসুমি বাজার এলাকায় দিলীপ ঘোষের কনভয়কে লক্ষ্য করে দুষ্কৃতীরা ঢিল ছোড়ে। এতে কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারির গাড়ির কাঁচ ভেঙ্গে যায় এবং বিজেপির আরও এক নেতার গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here