হাট বসাকে কেন্দ্র করে চোপড়াতে সংঘর্ষ

0
29

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

হাট বসানোকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা পরে সংঘর্ষ বাঁধলো চোপড়াতে। চোপড়া থানার ভৈষপিটা এলাকায় শনিবার দুপুরের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে সেখানে চললো দেদারে ভাঙচুর এবং লুটপাট। পুলিশ জানিয়েছে, বড় ধরনের ঘটনা ঘটার আগেই সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

conflict | newsfront.co
নিজস্ব চিত্র

বর্তমানে সেখানে পুলিশি টহল রয়েছে। হাট করতে আসা এক দোকানদার জানান, আচমকা দুষ্কৃতীরা এসে সেখান থেকে তাদের তুলে দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ সেখানে দীর্ঘদিন ধরেই হাট করতে আসে। অথচ তাদেরকে শান্তিপূর্ণ ভাবে সেখানে কেনাবেচা করতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুনঃ প্রতিবেশির মুরগির ফার্মে ঠাঁই দুই সম্প্রদায়ের তিন শ্রমিকের

অবিলম্বে প্রশাসন এবং হাট কমিটির যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ ও শৃঙ্খলা পূর্ণ সহাবস্থানের মাধ্যমে হাটের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসার পক্ষে দাবি উঠেছে। পাশেই পঞ্চায়েতের ১২ একর জমি রয়েছে। সেই সরকারি জায়গাতে তারা হাট বসাবার সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি গ্রাম পঞ্চায়েতে সংশ্লিষ্ট বিষয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেখানে দোকানদাররা বসার সুযোগ পাবে বিনে খরচায়। লকডাউনের জন্য একটি এম এস কে স্কুলে হাট চলছিল। এরপরে হাট বসতেই আজকের বিকালের এই গন্ডগোল শুরু হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here