নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ইংরেজী নববর্ষের রাতেই শুট আউটের ঘটনা ঘটল রেল শহর খড়্গপুরে। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে যুবক অর্জুন শঙ্কর (২৯) এর। তাঁর বাড়ি খড়্গপুরের সুভাষপল্লী এলাকায়।
আরও পড়ুনঃ জলঙ্গিতে রান্নার উনুনের আগুনে ভস্মীভূত ঘর,মোটর সাইকেল
খড়্গপুরের এসডিপিও দীপক সরকার জানান, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাইকে চড়ে নিমপুরার দিক থেকে ফিরছিলেন ওই যুবক। খড়্গপুরের বেবীরানী মোড়ের আগে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। তাঁর বুকে ও পেটে গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়,সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ হরিহরপাড়ায় ব্যবহারের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্কি
দুই দল দুষ্কৃতীর এলাকা দখলের লড়াইয়ের জেরে এই ঘটনা বলে খড়্গপুর টাউন থানার পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।
এদিনের গুলি চালানো এবং খুনের ঘটনায় খড়্গপুর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরই ওই এলাকার দোকান পাট সব বন্ধ হয়ে যায়। নববর্ষের সন্ধ্যায় বাড়ির বাইরে বেরানো মানুষজন আতঙ্কে পালাতে থাকেন। ওই ঘটনার পর খড়্গপুর শহরের প্রবেশ ও বেরানোর রাস্তায় নাকা চেকিং চলছে। সেই সঙ্গে খড়্গপুর টাউন থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584