করোনার নয়া স্ট্রেনের মাঝেই চালু হতে চলেছে ভারত-ব্রিটেন উড়ান

0
63

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিশ্বজুড়ে করোনার নতুন স্ট্রেন নিয়ে বেড়েই চলেছে উদ্বেগ, বেশিরভাগ দেশই ব্রিটেন থেকে আসা উড়ান বন্ধ রেখেছে, তারই মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে নতুন করে বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী ৮ জানুয়ারি থেকেই চালু হবে পরিষেবা।

Air India | newsfront.co
প্রতীকী চিত্র

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ার পর গত ২২ ডিসেম্বর থেকে ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান পরিষেবা বন্ধ করে কেন্দ্র। প্রথমে জানানো হয়েছিল, ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারত আসার সমস্ত বিমান বাতিল, পরে মেয়াদ বাড়িয়ে তা ৭ জানুয়ারি করা হয়।

আরও পড়ুনঃ ব্রিটেনে নতুন করে করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি

এদিন জানানো হল, কড়া নিয়ম বিধি মেনেই পরিষেবা চালু হতে চলেছে ৮ জানুয়ারি থেকে। হরদীপ সিং পুরী বলেন, “আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে দুই দেশের মধ্যে ১৫টি করে বিমান চলবে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ- এই চার শহরের বিমানবন্দর থেকেই ব্রিটেনে যাতায়াত করা যাবে।”

আরও পড়ুনঃ ডিসেম্বরে বাড়ল জিএসটি আদায়

কোভিড-১৯ এর এই নতুন ভ্যারিয়ান্ট চেনা ভাইরাসের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। ব্রিটেনে এই ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইজরায়েল-সহ একাধিক দেশ ব্রিটেনের সঙ্গে সমস্ত আন্তর্জাতিক উড়ান বাতিল করেছিল। ভারতও একই সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।

এদেশেও নতুন স্ট্রেনে আক্রান্তের হদিশ পাওয়া যায়। ব্রিটেন থেকে আসা যাত্রীর শরীরেই মিলেছিল এর খোঁজ। দিনের পর দিন সংখ্যাটা বাড়ায় উদ্বেগও বাড়ছে দেশবাসীর মধ্যে। তারই মধ্যে কেন্দ্রের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে সব মহলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here