তমলুকের সাংসদকে খুনের হুমকি, তদন্তে জেলা পুলিশ

0
31

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ফোনে প্রাণনাশের হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলায়। পর পর দুটো মোবাইল ফোন থেকে উড়ো ফোনে হুমকি দেওয়া হয় তাকে। “আপনাকে রাজনৈতিক ভাবেই খুন করা হবে দিল্লীর বাঙলোতে”।

dibyendu bandyopadhyay | newsfront.co
ফাইল চিত্র

এমনটাই ফোনে হুমকি দেওয়া হয় সাংসদকে। এই ঘটনার পরই কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংসদ। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানান, কাঁথি থানায় অভিযোগ জমা পড়েছে। আমরা তদন্ত শুরু করেছি।

আরও পড়ুনঃ মালদহে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা

এর আগে হলদিয়া ও তমলুক থেকে ফেরার সময় একাধিকবার তার গাড়ির উপর হামলা হয়।
যেমন কয়েকবছর আগে হলদিয়া থেকে নির্বাচনী কর্মসূচি শেষ করে কাঁথি ফেরার সময় ট্রেলারের ধাক্কায় আহত হন তমলুকের সাংসদ তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিব্যেন্দু অধিকারী। ঘটনাটি ঘটে হলদিয়া–মেচেদা ৪১ নং জাতীয় সড়কে ভবানীপুর থানা এলাকায়।

পুলিশ চালককে গ্রেফতার করে। এমনকি বছর খানেক আগে এক যুবক ছুরি হাতে সাংসদ দিব্যেন্দু অধিকারীর বাড়িতে পৌঁছে যায়। পুলিশ তাকেও গ্রেফতার করে। তবে এবার ফোনে হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এবিষয়ে সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান, “হুমকি ফোন এসেছিল। থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ প্রশাসন তদন্ত করবে।” তবে তমলুকের সাংসদকে এই ভাবে হুমকি দেওয়াতে প্রশাসনিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here