পিয়ালী দাস, বীরভূমঃ
বীরভূমের মল্লারপুর থানার কামরাঘাট গ্রামে অখিল রায় নামে এক কোয়াক ডাক্তারের বাড়িতে বুধবার ভোররাতে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোন ব্যক্তিগত শত্রুতার জেরে এই বোমাবাজির ঘটনা ঘটতে পারে।
পেশায় কোয়াক ডাক্তার অখিল রায় জানিয়েছেন,মুর্শিদাবাদ এলাকা থেকে প্রচুর রোগী তার কাছে চিকিৎসার জন্য আসে। রোগী বেশি হওয়ায় তার পসার অত্যন্ত ভালো। সেই কারণেই তার বাড়িতে বোমাবাজি করিয়েছে মুর্শিদাবাদ এলাকার কিছু কোয়াক ডাক্তার। ডাক্তারের অভিযোগের ভিত্তিতে মল্লারপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ বিহার বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ
বোলপুরের একটি ক্লাবেও দুষ্কৃতীরা বোমাবাজি করে। বোমাবাজির ঘটনায় ইতিমধ্যে তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ। এলাকার বাসিন্দা তথা দুবরাজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেশ বাউরি জানিয়েছেন, “ভোররাতে কিছু দুষ্কৃতী এসে এলাকার ক্লাবে বোমাবাজি করে পালিয়ে যায়। পুলিশকে বলা হয়েছে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার জন্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584