নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
ঘুমন্ত অবস্থায় বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে ঢুকে তার ভাইকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।বুধবার গভীর রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর পঞ্চায়েতের বটতলি গ্রামে ঘটনাটি ঘটে।পরিবারের লোকেদের অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা খুনের ঘটনায় জড়িত।যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেয় বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।তৃণমূলের অভিযোগ পারিবারিক বিবাদে এই খুন।পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পাতানু মন্ডল(২৮)।বটতলী গ্রামের বাসিন্দা।পেশায় সিভিক ভোলেন্টিয়ার হলেও বর্তমানে আইনি কারণে সাসপেন্ট করা হয়েছিলো তাকে।তার দাদা উৎপল মন্ডল দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য।মৃতের স্ত্রী রুমা দাস মন্ডল পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন। তিনি ঘটনার বিবরণ দিয়ে জানান, রোজকার মতো বুধবার রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন।সেই সময় দুই জন দুষ্কৃতী দরজা ভেঙে ঘরে ঢুকে পাতানু মন্ডলের ওপর গুলি চালায়।গুলি লাগে ঘাড়ে।
দুষ্কৃতীদের মধ্যে একজনকে চিনতে পারেন তিনি।নাম সুমিত মন্ডল।এলাকারই বাসিন্দা। স্থানীয় বিজেপি নেতা অমিতাভ মৈত্র অভিযোগ করে বলেন গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এদের উপর অত্যাচার চালাচ্ছিল এমনকি সেসময় ঘরবাড়ি ও ফসলে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ বাচ্চাদের মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে খুন, চাঞ্চল্য এলাকায়
তবে এখানেই অত্যাচার শেষ নয় গতকাল রাতে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে চলে যায় দুষ্কৃতীরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতা খগেন মুর্মু।তবে এই খুনের ঘটনায় তৃণমূল জড়িত নয় বলে জানান জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584