নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দুষ্কৃতিকারী হাতে গুলিবিদ্ধ হোন এক গৃহবধূ।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে।এরপর সেই গৃহবধূকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ হাসপাতালে। বর্তমানে আশাঙ্কাজনক রয়েছে।ঘটনার পর রায়গঞ্জ থানার পুলিশ সেই বাড়িতে যায় তদন্তের জন্য।তবে এখনও পর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে রায়গঞ্জ শহরে।
পরিবারসূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে রায়গঞ্জ থানার রাসবিহারী মার্কেট এলাকার বাসিন্দা বাবুয়া ঝাঁর বাড়িতে এলাকার দুষ্কৃতিরা গুলি চালায় বলে অভিযোগ।গুলি চালানোর ঘটনা জানিয়ে দুষ্কৃতিদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।এদিন বাবুয়ার স্ত্রী সিমা ঝাঁ রাতে বাজার করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিরা মহিলার পথ আটকে তাদের বিরুদ্ধে করা অভিযোগ উঠিয়ে নিতে বলে।তাতে সিমা ঝাঁ রাজি না হওয়ায় তাকে লক্ষ্য করে গুলি চালায়।তাদের চালানো গুলি সিমার হাতে ও বুকে লাগে।গুলি করে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।সিমার পরিবারের লোকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিমাকে তড়িঘড়ি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584