বোলপুর পাকিস্তানে পরিণত হয়েছে দাবি অনুপমের

0
63

পিয়ালী দাস, বীরভূমঃ

বোলপুরের স্বচ্ছ ভারত অভিযানে এসে তৃণমূল কংগ্রেসকে একহাত নিল বিজেপির যুব মোর্চার নেতা অনুপম হাজরা। তার অভিযোগ, “বোলপুর, বীরভূম পাকিস্তানে পরিণত হয়ে গেছে। বীরভূমে আসতে গেলে ভিসা পাসপোর্ট লাগে। কারণ এখানে দিদিমনির আদরের ভাই থাকে।

anupam | newsfront.co
ফাইল চিত্র

যে বেশি আদরে বাঁদর হয়ে গেছে। এতটাই উদ্ধত হয়ে গেছে যে বিশ্বভারতীর ঐতিহ্যপূর্ণ গেট পেলোডার দিয়ে ভেঙে ফেলছে। আমরাও ক্ষমতায় এলে জেসিবি মেশিন দিয়ে সমস্ত তৃণমূল পার্টি অফিস ভেঙে দেব।” যদিও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানান, অনুপম হাজরার এই মন্তব্যের গুরুত্ব দিতে তিনি নারাজ।

আরও পড়ুনঃ একবিংশ শতাব্দীর ভারতে এই কৃষি বিল অত্যন্ত প্রয়োজনঃ মোদী

কেন বিশ্বভারতীর গেট এইভাবে ভেঙে উপড়ে ফেলে দেওয়া হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঐতিহ্য আদর্শ কেন তা ধুলোয় মিশিয়ে দেওয়া হবে? পাশাপাশি বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে সেক্স র‌্যাকেট চলে এই দাবি করেছিল বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

সেই মন্তব্যে যুব মোর্চার নেতা অনুপম হাজরা জানায়, “ছোট থেকে বিশ্বভারতী তে আছি, পড়াশোনা করেছি, কিন্তু এ ধরনের নোংরা কর্মকাণ্ড কখনো বিশ্বভারতীতে হয়নি । যারা এই ধরনের কথা বলছেন তারা একেবারেই ননসেন্স। রাজনীতি করার জন্য বিশ্বভারতীকে কলুষিত করব এরকম মানসিকতা আমরা রাখিনা।” পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন,”যা বলেছি বলেছি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেই বলেছি। কারণ আমি বিশ্বভারতীতে থাকিনা শান্তিনিকেতনে যাইও না। তাই পৌষ মেলার মাঠে যে অসামাজিক কার্যকলাপ চলে সেটা নিয়ে সাধারণ মানুষ যা বলেছে আমি সেটাই সংবাদমাধ্যমের কাছে বলেছি।”

আরও পড়ুনঃ খড়িবাড়িতে হাতির তান্ডব

এরপর পৌষ মেলার মাঠ পরিদর্শনে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির যুব মোর্চার নেতা অনুপম হাজরা।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বাসভবনে বিজেপি নেতা প্রায় একঘণ্টা বৈঠক করে। বৈঠক শেষে অনুপম হাজরা চলে আসে পৌষ মেলার মাঠে। সেখানে ভাঙা গেটটি যখন দেখছিল তখন স্থানীয় কবিগুরু মার্কেটের ব্যবসায়ীরা হাতে গো ব্যাক স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। অবস্থা বেগতিক দেখে মেলার মাঠ ছেড়ে দ্রুত চলে যায় বিজেপির যুব মোর্চার নেতা অনুপম হাজরা।

আরও পড়ুনঃ রাণিনগরে বোমা উদ্ধার

ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিং বলেন, “বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের বাড়িতে একজন বিজেপি নেতাকে নিয়ে বৈঠক করছেন, তারমানে উপাচার্য বিশ্বভারতীতে এসেছেন একটি রাজনৈতিক দলের প্রচারক হিসেবে।

কারণ অনুপম হাজরা বিশ্বভারতীর কোন পদাধিকারী, পড়ুয়া, অথবা দেশের কোন মন্ত্রী নয় যে তাকে নিয়ে বিশ্বভারতীর উপাচার্য নিজের বাড়িতে বৈঠক করবেন। তাই এই বৈঠকের আমরা তীব্র নিন্দা করছি। সাধারণ নিরীহ ব্যবসায়ীরা কোনরকমে দিন গুজরান করছে। সেখানে উপাচার্য বিজেপি নেতাদের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসায়ীদের উৎখাত করার পরিকল্পনা করছে। তারই প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা বিজেপি নেতা অনুপম হাজরাকে শান্তিপূর্ণভাবে গো ব্যাক স্লোগান দেখিয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here