মালয়েশিয়ায় ধৃত ছেলেকে ফিরে পেতে সাংসদের কাছে দরবার মায়ের

0
66

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

ছেলেকে ফিরে পেতে সোমবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হলেন ছেলের মা।

appeal to the MP for return arrested son | newsfront.co
সাংসদের কাছে ফিরোজা বিবি।নিজস্ব চিত্র

জানা যায়, ওই যুবকের নাম নুর আলম বয়স ২৭ বছর। বাবার নাম চাঁদ মোহাম্মদ এবং মায়ের নাম ফারিজা বিবি। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার অন্তর্গত ৮ নং মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরের এলাকায়।

জানা যায়, ওই যুবক দীর্ঘ প্রায় পাঁচ বছর থেকে মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করেন। বেশ কয়েকদিন পরপর বাড়িতে রীতিমতো ফোন করে খোঁজখবর চালাতেন ছেলে নুর আলম। কিন্তু বেশ কয়েকদিন ছেলে ফোন না পাওয়ায় ভেঙ্গে পড়েছেন পরিবারের লোকেরা। মালয়েশিয়ায় ছেলের সাথে থাকা বন্ধুদের সাথে কথা বলার পর বাড়ির লোক জানতে পারেন মালয়েশিয়া পুলিশ গ্রেপ্তার করেছে নুর আলমকে।

appeal to the MP for return arrested son | newsfront.co
নিজস্ব চিত্র

ছেলের বাড়ির লোকের অভিযোগ পাঁচ বছরের মেয়াদ থাকা ভিসার সময়সীমা শেষ হওয়ার পর সেটি রেনুয়াল করার জন্য দালালকে টাকা পয়সা দিয়ে সেটি রেনুয়াল করানো হয়েছে বলে খবর, কোন কারণে হয়তো সেটি ত্রুটি থাকায় মালয়েশিয়া পুলিশ তাকে আটক করেছে। এমত অবস্থায় দিশেহারা হয়ে ছেলের মা ফারিজা বিবি সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুনঃ পিতার বাৎসরিক ক্রিয়াকর্ম করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল পুত্র

যদিও এ ব্যাপারে বালুরঘাট লোকসভার এমপি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ছেলেকে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাবেন উনার তরফ থেকে। ওই যুবকের সব রকম প্রমাণপত্র আজকালের মধ্যেই বিদেশমন্ত্রী কাছে পাঠাবেন যাতে করে খুব তাড়াতাড়ি ওই যুবক ছাড়া পায় এবং নিজের বাড়িতে ফিরে আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here