হরষিত সিংহ,মালদহঃ
আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের সমস্ত শ্রমিক সংগঠনগুলিকে একত্রিত হয়ে কাজ করার উদ্দেশ্য মালদহ জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে এক বৈঠক আনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মালদহ টাউন হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার ১২৩ টি শাখা শ্রমিক সংগঠনের সভাপতিরা।এছাড়াও ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি মানব বন্দোপাধ্যায়।গত পঞ্চায়েত নির্বাচনেও ভাল ভুমিকা পালন করেছিন শ্রমিক সংগঠনগুলি।জেলায় ভাল ফলও করে তৃণমূল কংগ্রেস।তাই আগামী নির্বাচন উপলক্ষে জেলার প্রতিটি ব্লকে ব্লকে সাইকেল র্যালি রক্তদানের মতো কর্মসূচি গ্রহন করবে শ্রমিক সংগঠনগুলি।
জেলা সভাপতি মানব বন্দোপাধ্যায় জানান, আগামী ২০১৯ লোকসভা ভোটেও তৃণমূল শ্রমিক সংগঠন সংঘবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়বে। সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকে তাড়িয়ে,মালদহ জেলার দুটি আসনে তৃণমূলের দখলে নিয়ে আসবে।তাই আগামী দিনে প্রত্যেকটি ব্লকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবে তৃনমূলে শ্রমিক সংগঠনগুলো। সভাপতি আরো জানান,গত পঞ্চায়েত ভোটে শ্রমিক সংগঠনের কে কিভাবে কাজ করেছে,আগামী লোকসভা ভোটে কিভাবে বিরোধীদের সঙ্গে মোকাবেলা করতে হবে,কীভাবে কাজ করবে,বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে এদিন সকল সংগঠনের সভাপতিদের সঙ্গে নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুনঃ গৃহবধূর রহস্যময় মৃত্যু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584