পুজোমণ্ডপে বাংলা গান চালানোর আবেদন

0
80

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বাঙালি যদি নিজের সংস্কৃতির প্রতি নিজেই যত্নশীল না হয়, তাহলে দুর্গাপূজার বিশ্বায়নে হারিয়ে যাবে আসল বাঙালি উৎসবের মানসিকতা। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো । অথচ বেশিরভাগ প্যান্ডেলে দেখা যায় সবসময় হিন্দি গান চলছে। কিন্তু অন্য জাতির উৎসবের ক্ষেত্রে এমনটা হয় না। মারাঠীদের গণেশ উৎসবে বাংলা গান চলতে দেখা যায় না।

Pujor Gaan | newsfront.co
প্রতীকী চিত্র

তাই বাংলা গান ও সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরা ও বাঙালি শিল্পীদের প্রোমোট করার আবেদন ত্রিধারা সম্মিলনী, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, সিংহিপার্ক, একডালিয়া, হিন্দুস্থান ক্লাব, বোসপুকুর শীতলা মন্দির, যোধপুর পার্ক ৯৫ পল্লী সহ নানা পুজো কমিটিকে স্মারকলিপি জমা দিল বাংলাপক্ষ। ষষ্ঠী থেকে শুরু হওয়া এই ভ্রাম্যমাণ আবেদন নবমী পর্যন্ত তারা চালাবেন বলে জানিয়েছেন বাংলা পক্ষের সদস্যরা।

আরও পড়ুনঃ বিজেপি আয়োজিত বিতর্কিত পুজোর অনুষ্ঠানে ডোনার নৃত্যানুষ্ঠান, সৌরভকে ঘিরে জল্পনা

তাদের মধ্যে একজন অনির্বাণ রাহার দাবি, ‘আমরা কলকাতা সহ বাংলা জুড়ে অনেক পুজো প্যান্ডেলে ঘুরছি। আমাদের এই দাবির সমর্থনে বাংলা শিল্পীরা বার্তা দিচ্ছেন। আপনাদের অনুরোধ, আপনারা এই বার্তা সকলের সামনে তুলে ধরুন।’

আরও পড়ুনঃ ভার্চুয়াল মাধ্যম আর ভ্রাম্যমাণ গাড়িতে দুর্গাদর্শনের অভিনব উদ্যোগ পুজো কমিটিগুলির

তিনি আরও বলেন, ‘গোটা পশ্চিমবঙ্গের ৮৬ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। সেখানে সারাদিন ধরে হিন্দি গান বাজানো চলবে না। বাংলার গান বাজালে চাকরি পাবে সেই বাংলার ছেলে-মেয়েরাই। বাংলার শিল্পীরাও প্রচার পাবেন। বহিরাগতরা এসে পয়সা উপার্জন করে চলে যাবে বাংলার ছেলেমেয়েরা চুপ করে বসে থাকবে সেটা হতে দেওয়া যায় না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here