শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ
আদালত থেকে পালানোর চেষ্টা করেও পুনরায় ধৃত কর্ণ বেরাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাল কাঁথি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার পাশাপাশি আরও একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এদিন দুপুর নাগাদ কর্ণকে কড়া নিরাপত্তায় কাঁথি মহকুয়া আদালতে নিয়ে আসা হয়েছে। আদালতে আনার সময় তাঁর মুখে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়।
কাঁথির মহকুমা পুলিশ আধিকারীক (SDPO) ইন্দ্রজিৎ বসু নিজে উপস্থিত থেকে কঠোর নিরাপত্তার মধ্যে কর্ণকে আদালতে হাজির করেছে। শুধু তাই নয়, কর্ণর সঙ্গে গতকাল পালিয়ে যাওয়ার চেষ্টা করা রতিকান্ত মন্ডলকেও এদিন আদালতে তোলা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে শুধু পালানোর চেষ্টার নতুন মামলা শুরু করেছে পুলিশ।
কাঁথি থানা সূত্রে জানা গেছে, এদিন কর্ণকে পুনরায় নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা করা হবে । পুলিশ নিশ্চিত এই গোটা ঘটনা রীতিমত পরিকল্পনা করেই করা হয়েছে।
আরও পড়ুনঃ আদালত থেকে পালাতে গিয়ে ধরা পড়ল কুখ্যাত আসামী
তাছাড়া গতকাল কর্ণকে ছেড়ে দেওয়ার জন্য কাঁথি থানায় হুমকি ভরা ফোন আসার বিষয় থেকে পুলিশ নিশ্চিত এই গোটা পরিকল্পনায় আরও বড়সড় গ্যাং কাজ করছে। কিভাবে তাঁরা জেলে বসে বানানো হয় ছক, এবং আর কারা এই কান্ডে যুক্ত তা খুঁজে বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ পলাতক দুই আসামির খোঁজে তল্লাশি জারি
সেই সঙ্গে পলাতক সেক মুন্না ও সুরজিৎ গুড়িয়া কোথায় গা ঢাকা দিয়েছে সেটাও খুঁজে বের করা আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে পুলিশকে । সেই বিষয়েও কর্ণ কি কি জানে আর কি ভয়ানক পরিকল্পনা করে রেখেছে এই অপরাধের বাদশারা তা জানতে চেষ্টা করছে পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584