শ্যামল রায়,বর্ধমানঃ
দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে কাটোয়া মহকুমার দাঁইহাটে একটি ডিগ্রী কলেজ তৈরীর পরিকল্পনা নিয়েছিল শহরের বিশিষ্টজনেরা।দেড় বছর আগে কলেজ তৈরীর জন্য দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের চত্বরে চার একর জমি পাওয়া গিয়েছিল। এই জমিটি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ তৈরীর জন্য দিয়েছে। এমনকি নিয়ম অনুযায়ী শিক্ষা দপ্তরের কাছে গচ্ছিত কুড়ি লক্ষ টাকা জমা রাখতে হয় সে টাকাও জমা রাখা হয়ে গিয়েছে দীর্ঘদিন আগেই কিন্তু আজো পর্যন্ত কলেজ তৈরির সবুজসংকেত মেলেনি।
বৃহস্পতিবার কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্র নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে আমি দীর্ঘদিন ধরে দাঁইহাট শহরের ডিগ্রি কলেজ তৈরির বিষয় নিয়ে উদ্যোগ গ্রহণ করেছি। বিগত দিনে বিধানসভা চলাকালীন রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি বারবার তিনি জানিয়েছিলেন খুব শীঘ্রই অনুমোদন দেওয়া হবে ওই ডিগ্রি কলেজের এখনো পর্যন্ত হয়নি তবে আবার আমি শিক্ষামন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে কথা বলবো যাতে তাড়াতাড়ি বাস্তবায়িত করা যায় ডিগ্রি কলেজের অনুমোদন।
অথচ এলাকাবাসীর দাবি দাঁইহাট শহরে ডিগ্রি কলেজ হলে দূর-দূরান্ত থেকে আসা ছাত্র ছাত্রীরা ভীষণ উপকৃত হত।
কাটোয়া মহকুমা, কাটোয়া এক নম্বর, দুই নম্বর ব্লক ও সংলগ্ন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বহু ছাত্র-ছাত্রী তাদের কলেজ বলতে রয়েছে কাটোয়া কলেজ ও কালনা কলেজ অথবা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ।
তাই বহু ছাত্র-ছাত্রী অনেক সময় দূর-দূরান্তে গিয়ে পড়াশোনা করতে পারে না আর্থিক সমস্যার কারনে তাই দাইহাট শহরে একটি ডিগ্রি কলেজ তৈরি হলে অনেকের পক্ষেই অনেকটাই সুবিধা হতো বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584