শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ধীরে ধীরে করোনা আতঙ্কের ভয় কাটিয়ে উঠছে রাজ্য। প্রথম দফায় রেল মন্ত্রকের সঙ্গে সহযোগিতায় ১১ নভেম্বর শহর এবং শহরতলির জন্য লোকাল ট্রেন চালু করেছে রাজ্য প্রশাসন।
এবার রাজ্যের অন্যান্য অঞ্চলে ট্রেন চলাচলের অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার। শনিবার নবান্নে এই সিদ্ধান্ত হলেও এখনও ছাড়পত্র পৌঁছয়নি বলে দাবি করছে রেল কর্তৃপক্ষ।প্রসঙ্গত রাজ্যে লোকাল ট্রেন চালু করা প্রথমদিকে কম সংখ্যক লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও পড়ে সংক্রমণ এড়াতে বেশি সংখ্যক লোকাল ট্রেন চালানোর ছাড়পত্র দেওয়া হয়।
আরও পড়ুনঃ শুভেন্দু সৌগত আসছেন বিজেপিতে দাবি অর্জুনের, দিবাস্বপ্ন পাল্টা জানালেন তৃণমূল সাংসদ
এমনকি অফিস টাইমে ৯০% লোকাল চলবে, এটাও জানানো হয়। ধীরে ধীরে স্বাভাবিক জীবনের পথে এগোচ্ছে সাধারণ মানুষ।কিন্তু জেলার বহু মানুষই কলকাতায় এসে তাদের কাজ করেন এবং রুটি-রুজির সংস্থান করেন। করোনা পরিস্থিতিতে তাদের বহুদিন ধরে সমস্যার সৃষ্টি হচ্ছিল।
আরও পড়ুনঃ সচল রেল, আত্মহত্যা থেকে ভিক্ষাবৃত্তির পথে হকাররা
কলকাতা এবং শহরতলি মানুষের জন্য ট্রেন চলাচল চালু হওয়ায় তারা দাবি করতে থাকেন, জেলার দিকেও ট্রেন চলাচল চালু করার জন্য। এই কারণে জেলার সঙ্গে কলকাতার রেল সংযোগ পরিষেবা চালু করা ছিল শুধু সময়ের অপেক্ষা।
শহর ও শহরতলির ক্ষেত্রে যে কোভিড প্রোটোকল মেনে ট্রেন চালানো হচ্ছে, জেলার ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে নবান্ন সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584