ক্যালেন্ডারে সৌমিত্র চট্টোপাধ্যায়

0
207

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আবৃত্তিকার থেকে ছবি আঁকিয়ে, অভিনেতা থেকে পত্রিকার সম্পাদক– নানা ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে এবার আরও একবার ফিরে পাওয়ার পালা ক্যালেন্ডারে।

Soumitra Calendar | newsfront.co

অপু, ফেলু মিত্তির, উদয়ন পণ্ডিত, ময়ূরবাহন, দেবদাস, ক্ষীদ’দা– পর্দায় নানাভাবে চরিত্রের বদল হলেও চরিত্রগুলির রূপায়ণে ছিলেন একজনই, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। সারা জীবন জুড়ে নানা রকমের কাজ করে গেছেন। চলচ্চিত্রে রূপদান থেকে ছবি আঁকা, পত্রিকা সম্পাদনা থেকে গল্প-কবিতা লেখা, কবিতা আবৃত্তি করা সব মিলিয়ে সৌমিত্র মানেই ছিল চমক, একরাশ মুগ্ধতা।…

Soumitra Chatterjee | newsfront.co

সম্প্রতি প্রয়াত হয়েছেন এই কিংবদন্তি। তাঁর স্মরণে ‘অপুর পাঁচালী’ শীর্ষক একটি দেওয়াল ক্যালেন্ডার প্রকাশিত হতে চলেছে আগামী ১৩ জানুয়ারি, স্পাইসেস এন্ড সসেস-এ ( আই.সি.সি.আর আউটলেট) বিকেল ৪টেয়। সুরজিৎ কালা, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স-এর কর্ণধার রূপক সাহা, সুদীপ্ত চন্দ’র ত্রিমুখী উদ্যোগে, দেবাশিস মুখোপাধ্যায় এর বিশেয সহযোগিতায় এই অভিনব ক্যালেন্ডার প্রকাশিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নানা মহলের বিশিষ্টজনেরা।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে মুক্তির পথে তামিল ছবির হিন্দি ভার্সন

Soumitra Chatterjee | newsfront.co

সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা কাজের অলিগলি ঘুরে এ ক্যালেন্ডার সংগ্রহযোগ্য হয়ে উঠবে তাঁর গুণমুগ্ধদের কাছে তা বলাই বাহুল্য। সত্যজিতের সৌমিত্র থেকে মৃণাল সেন, তপন সিংহ, অজয় কর, অসিত সেনদের হাত ধরে পরবর্তী প্রজন্মের সন্দীপ রায়, অতনু ঘোষ, অনীক দত্ত, শিবপ্রসাদ-নন্দিতা জুটির সঙ্গে সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রতিবার অনুরাগীদের মুগ্ধ করেছেন নতুন করে।

আরও পড়ুনঃ আদিবাসী মেয়ের জীবনের গল্প নিয়ে আসছে ‘অগ্নিশিখা’

ক্যালেন্ডারে রয়েছে সিনেমার পোস্টার, বুকলেটের ছবি। রবীন্দ্র কবিতার আবৃত্তি থেকে ছবির গানের রেকর্ডের কভার, কবিতার বই লেখা থেকে পত্রিকা সম্পাদনা করার ঝলক থাকবে ক্যালেন্ডারে।

প্রসঙ্গত, খুব ভাল ছবি আঁকতেন সৌমিত্র। ক্যালেন্ডারের একটা পাতা জুড়ে থাকছে তাঁর আঁকা আত্মপ্রতিকৃতি থেকে শুরু করে নানা রকমের ছবি। সব মিলিয়ে এ ক্যালেন্ডার নানা ধারায় সৌমিত্রকে তুলে ধরেছে। তাই সংগ্রহে রাখার মতোই এই ক্যালেন্ডার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here