আন্তর্জাতিক স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুরের অর্চিষা পরাশর

0
87

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:

সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করলেন অর্চিষা পরাশর।কয়েকদিন আগে মুম্বাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিকস্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে অবিভক্ত মেদিনীপুর জেলা তথা গোটা বাংলাকে গর্বিত করলেন বছর কুড়ির তরুণী অর্চিষা পরাশর। ইন্টারন্যাশানাল গ্ল্যাম আইকন- ২০২১ শিরোনামের সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মাতকাতপুরের বাসিন্দা অর্চিষা পরাশর। এই সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি “ফার্স্ট রানার আপ” নির্বাচিত হয়েছেন।

Archisha Parasar
অর্চিষা পরাশর। নিজস্ব চিত্র

কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রতিযোগী হিসেবে গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল ক্লাব এর্মাল্যান্ডে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন-২০২১, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অর্চিষা। ওইদিনই প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, হিন্দি চলচ্চিত্র ও সিরিয়াল জগতের অভিনেতা ও সঞ্চালক আমন বর্মা,রাজা মুরাদ, সিমরান আহুজা, গৌরব দেশমুখ প্রমুখ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট জনেরা।

International glam icon
নিজস্ব চিত্র

প্রসঙ্গত উল্লেখ্য, অর্চিষা মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রয়াত অধ্যাপক চিকিৎসক ডাঃ অর্ধেন্দু শেখর মাইতির নাতনী।অর্চিষার বাবা সঞ্জীবন পাল পেশায় চাকুরীজীবী মা শাশ্বতী মাইতি পাল গৃহবধূ। বাবা-মায়ের একমাত্র কন্যা অর্চিষা। শুক্রবার মুম্বাই থেকে খড়্গপুরের মাতকাতপুরে (মোহনপুর) নিজের বাড়িতে ফিরেছেন অর্চিষা।

তিনি জানালেন, ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন কনটেস্টে দ্বিতীয় স্থানাধিকারী (ফার্স্ট রানার আপ) হওয়ার পাশাপাশি, তাঁকে আরও দু’টো পুরস্কার বা সাব টাইটেল দেওয়া হয়েছে। তিনি “Miss Beutiful Eyes” এবং “Most Talented” সাব টাইটেল শিরোপাও পেয়েছেন।

archisa parasar

অর্চিষা এও জানিয়েছেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি তিনমাস আগে থেকেই গ্রুমিং সেশনে অংশ নিয়েছিলেন। এই প্রতিযোগিতার সব থেকে আকর্ষণীয় বিষয় ছিল, প্রত্যেক প্রতিযোগী তাঁদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছিলেন, সূচনা পর্বে বা ইন্ট্রোডাকশান রাউন্ডে। অর্চিষার কথায়, “যা আমাদের মাতৃভূমি ভারতের সংস্কৃতির ঐক্য ও বৈচিত্র্যকে ফুটিয়ে তুলেছিল।”

আরও পড়ুনঃ সরকারি ভাবে স্বীকৃতি পাওয়ার দাবিতে জেলা পল্লিচিকিৎসক কমিটির আলোচনা সভা ডোমকলে

প্রসঙ্গত, অর্চিষার বড়ো হয়ে ওঠা খড়্গপুরের মাতকাতপুরেই। আইআইটি খড়্গপুরের ডিএভি মডেল স্কুলে তিনি পড়াশোনা করেছেন। বর্তমানে কলকাতায় এনএসএইচএম (NSHM) নলেজ ক্যাম্পাসে বিসিএ পড়ছেন অর্চিষা। অর্চিষা অন্যতম প্রিয় বিষয় নৃত্য ও অংকন। আন্তর্জাতিক স্তরে নৃত্যেও পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছেন অর্চিষা। অক্টোবরের গোড়াতে ওড়িশাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে “নৃত্য সুরভী শ্রী” পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।

আরও পড়ুনঃ আগামীকাল মেট্রোর নন-এসি রেকের বিদায় অনুষ্ঠান মহানায়ক উত্তমকুমার স্টেশনে

পাশাপাশি, বেশকিছু বিজ্ঞাপনে মডেলিংও করেছেন। এছাড়াও গত জুলাই মাসে কলকাতায় অনুষ্ঠিত “মিস্ এশিয়া কলকাতা” প্রতিযোগিতাতেও বিজয়ীর শিরোপা পেয়েছেন অর্চিষা। এবছরের গোড়াতে দীঘাতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে “সেরা নৃত্যশিল্পী” হিসেবে নির্বাচিত হয়েছিলেন অর্চিষা। অর্চিষার এই সাফল্যে খুশি অর্চিষার পরিবার পরিজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা। উল্লেখ্য এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন নাগপুরের সুজাতা গাবাই। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিখ্যাত ব্যাগ ডিজাইনার তানিয়া ওয়াহাব, নেপালের বিখ্যাত ফ্যাশান ডিজাইনার সুনয়না চৌধুরী সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here