পিয়ালী দাস,বীরভূমঃ
বিশ্বভারতীতে ভেঙে পড়া চন্দন গাছগুলির ডালপালা দিয়ে এবার ভাস্কর্য তৈরির উদ্যোগ নেওয়া হল।বিশ্বভারতীর কলাভবন ও শিল্পসদন এই দুটি ভবনের পড়ুয়ারা এই উদ্যোগ নিয়েছে।তারা পরিত্যক্ত চন্দন গাছের ডাল দিয়ে ভাস্কর্য নির্মাণ করবে বলে জানা গেছে। বিশ্বভারতী সূত্রে জানা গেছে,বর্তমানে শান্তিনিকেতন, শ্রীনিকেতনে ছোটো, বড় মিলিয়ে মোট ১১৮ টি চন্দন গাছ রয়েছে। তারমধ্যে রবীন্দ্রভবনে রয়েছে ১৮ টি। একদা এই শান্তিনিকেতন চন্দন গাছের জঙ্গল হিসেবেই পরিচিত ছিল। কয়েক বছর আগেও বর্তমান সংখ্যার দু’গুণ চন্দন গাছ চোখে পড়ত।ঝড় বৃষ্টিতে ভেঙে গেছে বহু গাছ।
এছাড়া,বিশ্বভারতীর নিরাপত্তার গাফিলতিতে একাধিক চন্দন গাছ চুরি গেছে।চুরি যাওয়া চন্দন গাছের কিছু উদ্ধার করেছে পুলিশ। এই গাছগুলি রাখা আছে রবীন্দ্রভবনের পাখি ঘরে ও বিশ্বভারতীর বাগান চর্চা দপ্তরে।পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান গাছগুলি।তাই এবার সেগুলি দিয়ে ভাস্কর্য তৈরির উদ্যোগ নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
ইতিমধ্যে দুই ভবনের সঙ্গে কথা হয়েছে। বিশ্বভারতীর রবীন্দ্রভবনের প্রাধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, “পরে থেকে নষ্ট হচ্ছে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584