নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আজ বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। তিনি জানান, একুশের নির্বাচনে কংগ্রেসের ফলাফল ভালো হয়নি। সামনে পৌরসভা ভোট তাই সংগঠনকে আরও মজবুত করতে মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে জেলার বেশ কিছু জায়গায় বদল আনা হয়েছে।

সেইমত এবার বহরমপুর শহর কংগ্রেসের নতুন দায়িত্ব দেওয়া হল অরিন্দম দাসকে। এর আগে এই দায়িত্বে ছিলেন কার্তিক চন্দ্র সাহা তবে শোনা যাচ্ছে তিনি দলবদল করছেন। সেই কারণেই আজ নতুনভাবে শহর কংগ্রেসের দায়িত্ব দেওয়া হল অরিন্দম দাসকে।

আরও পড়ুনঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের আইএএস অফিসারের
নতুন দায়িত্ব পেয়ে অরিন্দম দাস বললেন, নতুন নতুন কর্মসূচি নিয়ে এগিয়ে চলতে হবে এবং সাংসদ অধীর চৌধুরী যে দায়িত্ব দিয়েছেন সেটি যথাসাধ্য পালন করার চেষ্টা করা হবে এবং কংগ্রেস দলকে শহরে মজবুত করতে চেষ্টা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584