দক্ষিণ দিনাজপুরে শ্রমিক সমাবেশের প্রস্তুতি বৈঠকে অর্পিতা

0
27

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

আগামী ১১ তারিখ দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসির ডাকে গঙ্গারামপুরে এক শ্রমিক সমাবেশের আয়োজন করবে তৃণমূল কংগ্রেস। সেই সভা সফল করতে এবং তৃণমূল কংগ্রেসের আগামী দিনের রণনীতি ঠিক করতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার সুবর্ণতট সভাগৃহে জেলা কোর কমিটির বৈঠকের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস।

বৈঠক। নিজস্ব চিত্র

এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্পিতা ঘোষ, মন্ত্রী বাচ্চু হাঁসদা, বিধায়ক গৌতম দাস, বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বিধানসভার কনভেনার ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ববর্গ।

অর্পিতা ঘোষ। নিজস্ব চিত্র

এই বৈঠকে মূলত শ্রমিক সমাবেশ এবং দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের আগামীর রণনীতি ঠিক করা হয়। সামনেই পুরসভার ভোট, সেই উপলক্ষেই রণনীতি ঠিক করতে এই বৈঠক আয়োজন করেছিল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here