নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
জেলা প্রশাসনের উদ্যোগে শবরপাড়ায় তৈরি হচ্ছে ডিপ টিউবওয়েল।এরফলে শবরপাড়াগুলিতে মিলবে পরিস্রুত পানীয় জল। ইতিমধ্যে রাজ্য সরকার শবরদের উন্নয়নের জন্য বরাদ্দ করেছে ১০ কোটি ৪০ লক্ষ টাকা।এরমধ্যে পরিস্রুত পানীয় জলের জন্য ১ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।সেই টাকায় ৫০টি নতুন ডিপ টিউওবয়েল করা হবে।প্রতিটি ডিপ টিউবওয়েলের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।এদিন বিনপুর-১ ব্লকের দহিজুড়িতে ডিপ টিউবওয়েল তৈরি হচ্ছে।
আরও পড়ুনঃ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিকল পরিস্রুত পানীয় জলের কল
ডিপ টিউবওয়েল তৈরির সময় নিয়মিত নজরদারি চালাচ্ছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।জেলাশাসক আয়েষা রানি এ বলেন, শবরদের মানোন্নয়নের জন্য রাজ্য সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। জেলার বিভিন্ন ব্লকে ২২টি ডিপ টিউবওয়েল তৈরি হয়েছে। বাকীগুলির কাজ চলছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584