পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ডাইনি সন্দেহে খুনের নিদান দিয়েছে মহল্লার সমাজ। তাই আতঙ্কে ঘর ছাড়া রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত আদিবাসী পরিবার। নিরুপায় হয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়ে ওই অসহায় আদিবাসী দম্পতি। প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস পেয়ে সামান্য আশার আলো দেখছে ওই আদিবাসী দম্পতি।
বুধবার রাতে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের ইকোর গ্রামে সামিয়া হাঁসদা ও মন্টু হেমব্রম রাতের খাওয়ার খেয়ে ঘুমতে যাবার কিছু পরেই কিছু মানুষের হাঁটা চলার শব্দ শুনতে পান। কান পাততেই শোনা যায় ডাইনি হত্যার জন্য জড়ো হয়েছে গ্রামের কিছু আদিবাসী মানুষজন। বেগতিক দেখে চুপিসাড়ে ঘর থেকে বেড়িয়ে গা ঢাকা দেয় সামিয়া ও মন্টু। বুধবার দিনের বেলাতেই এলাকার কিছু মানুষ সামিয়াকে জানিয়েছিল সমাজের কিছু মাতব্বর গঙ্গারামপুর থেকে গননা করে সামিয়াকে এলাকার ডাইনি বলে চিহ্নিত করেছে। আর তারপরেই রাতের অন্ধকারে সামিয়ার বাড়ির সামনে আদিবাসী মানুষরা জড়ো হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সামিয়া ও মন্টু। সারারাত ঘর ছাড়া হয়ে গ্রামের পাশেই লুকিয়ে থাকে তারা। দিনের আলো ফুটতেই রায়গঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হয় ওই অসহায় পরিবার৷ লিখিত অভিযোগ জানায় রায়গঞ্জ থানায়।
আরও পড়ুনঃ পারিবারিক বিবাদের আত্মঘাতী গৃহবধূ
সামিয়ারা জানিয়েছেন এর আগেও তাদের ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। সেই সময় পুলিশ গিয়ে সমস্ত ঘটনা আলোচনার মাধ্যমে মীমাংসা করে দেয়। এবারও পুলিশি সহায়তার আশ্বাস পেয়েছেন তারা বলেই জানিয়েছে সামিয়া হাঁসদা ও মন্টু হেমব্রমরা। এখনও বাড়ি ফেরার অপেক্ষায় ওই আদিবাসী দম্পতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584