সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
বহরমপুরের গোরাবাজারে মেস বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুষ্কৃতি কুপিয়ে খুন করে সুতপা চৌধুরি নামের কলেজ ছাত্রীকে। ভর সন্ধ্যাবেলা প্রকাশ্য রাস্তায় এই ভাবে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার ঘটনা বহরমপুরে বিরল। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করে যে ঐ ছাত্রীর সঙ্গে আততায়ীর পুরনো সম্পর্কের জেরে হয়ত এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় প্রায় ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হয় অভিযুক্ত।

আরও পড়ুনঃ ব্রেকিংঃ ভরসন্ধ্যায় বহরমপুরের জনবহুল রাস্তায় কুপিয়ে হত্যা কলেজ ছাত্রীকে
অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে সামশেরগঞ্জ থানার পুলিশ আটক করে ।তার ব্যাগ থেকে একটি নকল পিস্তল, খুন করার চাকু ও তার পরনের লাল গেঞ্জি উদ্ধার করে পুলিশ। সুশান্ত চৌধুরীর বাড়ি পাকুরিয়া মালদা জেলায় বলে জানা যায় ।সুশান্ত চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যে নিহত সুতপা চৌধুরীর সঙ্গে তার পূর্বে সম্পর্ক ছিল সেই সম্পর্কে পারিবারিক কারণে বাধা আসার ফলে এই হত্যার ঘটনা। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার আততায়ী সুশান্ত চৌধুরী ধরা পড়ার পর সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584