নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো সামাজিক নিরীক্ষার গ্রামসভা।উক্ত গ্রামসভায় উপস্থিত ছিলেন জেলা সামাজিক নিরীক্ষা আধিকারিক সুখচাঁদ বর্মন, পাটিকাকাবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান রহিমা বিবি,উপপ্রধান ফিরোজ আহমেদ,সেক্রেটারি ফুলচাঁদ রাজওয়াত,নির্বাহী সহায়ক অজিত চক্রবর্তী,সহ পঞ্চায়েত এলাকার ভোটার গন।
সামাজিক নিরীক্ষার সভার সভাপতি পদে তপন কুমার সাহা বসে সভার কাজ শুরু করেন এবং সভা পরিচালনা করার জন্য সভাপতি মহাশয় উপ প্রধান ফিরোজ সাহেব মহাশয়কে দায়িত্ব দেন।সভায় গন বন্টন ব্যবস্থা,বাধর্ক্য ভাতা, বিধবাভাতা,বাংলা আবাস যোজনা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন ভি আর পি আনন্দ বাবু।গ্রামবাসি তাদের সমস্যা গুলো উক্ত গ্রাম সভায় আধিকারিকদের সামনে তুলে ধরেন।এদিন সভায় বাউল গান পরিবেশিত।
আরও পড়ুনঃ ব্রিগেডের আগে শেষ দিনের প্রস্তুতি সভা ও পদযাত্রা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584