পিয়ালী দাস,বীরভূমঃ
অনলাইন রেল টিকেটের দুর্নীতির দায়ে গ্রেফতার এক সাইবার ক্যাফে মালিক। বাজেয়াপ্ত কম্পিউটার, ল্যাপটপ সহ বেশ কয়েক হাজার টাকার রেল টিকিট।
সিউড়ি বাস স্ট্যান্ডে বিনোদ শর্মা নামে এক সাইবার ক্যাফের মালিক তার ক্যাফেতে দীর্ঘদিন ধরে ভুয়ো আইডি বানিয়ে আই আর সি টি সি’র অনুমতি ছাড়াই অনলাইনে বিক্রি করছে রেলওয়ে টিকিট।
২০১৪ সালে অনলাইনে টিকিট বিক্রির জন্য আই আর সি টি সি’র কাছ থেকে “উড়ান” নামে একটি আইডির অনুমতি নেন এই ক্যাফে মালিক। কিন্তু একটা আইডি থেকে মাসে ছটা অনলাইন টিকিট বুকিং করা যায়,কিন্তু তাতে সন্তুষ্ট নন তিনি। অতিরিক্ত টাকা রোজগারের লোভে পড়ে আই আর সি টি সি’র অনুমতি ছাড়াই আরও ছয়টি ফেক আইডি বানান তিনি, এবং সেই সব ভুয়ো আইডি থেকে দেদার টিকিট বিক্রি করছিলেন বিনোদ শর্মা।সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছিল অতিরিক্ত টাকাও। সিউড়ি আর পি এফ এর কাছে খবর যাই ভুয়ো একাউন্ট বানিয়ে বিক্রি করা হচ্ছে রেলের টিকিট।খবর পেয়ে আরপিএফ এবং সিউড়ি থানার পুলিশ যৌথভাবে হানা দেয় ওই সাইবার ক্যাফেতে। বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ,কম্পিউটার, ডায়েরি ও কয়েক হাজার টাকার রেল টিকিট।গ্রেফতার করা হয় বিনোদ শর্মাকে।ধৃত সাইবার ক্যাফের মালিকের বিরুদ্ধে ১৪৩ ধারায় মামলা করে সিউড়ি রেল পুলিশ,আজ সিউড়ি আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে জামিন দেন।
আরও পড়ুনঃ চুরি যাওয়া মোবাইল উদ্ধার বাঁকুড়া জেলা পুলিশের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584