আপত্তিকর ছবিই সুজন খুনের কারন,ধৃত অভিযুক্তের স্বীকারোক্তি

0
113

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ

প্রেমিকার স্নান দৃশ্যের ভিডিওগ্রাফি করে ব্ল্যাকমেল করার জন্যই খুন করা হয়েছে রায়গঞ্জ থানার পিপলান গ্রামের ব্যবসায়ী সুজন মন্ডলকে।আজ খুনের ঘটনায় জড়িত মনোজ বিনকে গ্রেফতার করার পর এই ঘটনা প্রকাশ্যে আসে।

ধৃত।নিজস্ব চিত্র

জেলা পুলিশ সুপার সুমিত কুমার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, পিপলানের বাসিন্দা ব্যাবসায়ী সুজন মন্ডল খুনের অভিযোগে আজ গ্রেফতার করা হয় ওই গ্রামেরই বাসিন্দা মনোজ বিনকে।মনোজ বিন খুনের ঘটনা স্বীকার করার পাশাপাশি জানায় তার গার্লফ্রেন্ডকে ব্ল্যাকমেল করার জন্যই সে সুজনকে রামদাঁ দিয়ে কুপিয়ে খুন করেছে। রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপার নেতৃত্বে পুলিশের একটি টিম তল্লাশি চালিয়ে মনোজকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি।ধৃত মনোজ বিনকে আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

sujan murder case 3
উদ্ধার হওয়া খুনের অস্ত্র।নিজস্ব চিত্র

উল্লেখ্য,রায়গঞ্জ থানার জয়নগর এলাকার পিপলান গ্রামের বাসিন্দা সুজন মন্ডল গত ১০ ডিসেম্বর রাতে খুন হন।বাড়ি থেকে কিছুটা দূরে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।সুজন মন্ডল খুনের ঘটনায় আজ মনোজ বিনকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুনঃ গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here