সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে এস ও জি বারুইপুরের টিম এবং বকুলতলা থানা যৌথ উদ্যোগে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।অস্ত্র ব্যবসায়ীর নাম বরাকুল্লা নস্কর (৩২); বাবার নাম ইআর আলী লস্কর।

বাড়ি বেণীমাধব পুর, চাইমারা, কুলতলী থানার জীবন মন্ডল হাট এলাকায়।এই ব্যবসায়ীকে আটক করা হয় বকুলতলা থানা এলাকা থেকে।বরাকুল্লা নস্কর কে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার করা হয়,একটি ডবল বেরেল পাইপগান,একটি সিক্স চেম্বার’ রিভলবার, একটি নাইন এমএম পিস্তল ও ম্যাগাজিন,একটি সেভেন এমএম পিস্তল ২ টি ম্যাগাজিন,একটি ওয়ান শাটার পাইপগান,১২ টি ১২ বোরের কার্তুজ,১৩ টি ৩০৩ লাইফ কার্তুজ, ৪ টি ৭এম এম লাইফ কার্তুজ, ৫ টি ৯ এমএম লাইফ কার্তুজ,২ টি ৩৮লাইফ কার্তুজ,৩৬ টি১২ বোরের ইমপিটি কার্তুজ,৪৭ টি ৮ এমএম ইমপিটি কার্তুজ,১০কেজি এক্সপ্লোসিভ এবং ৪ টি বোমা।

আরও পড়ুনঃ বিহারে খুন করে এসে কোচবিহারে আত্মগোপন করে থাকা তিন দুষ্কৃতী গ্রেপ্তার
আজ অস্ত্র ব্যবসায়ীকে বারুইপুর আদালতে তোলা হচ্ছে।নির্বাচনের আগে নাকা চেকিং সহ বিভিন্ন জায়গায় পুলিশের বাড়তি নজরদারি রয়েছে।তাই এমন সাফল্য মিলছে প্রায়ই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584