আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার নিশীথ ঘনিষ্ঠ যুবক

0
53

মনিরুল হক, কোচবিহারঃ

Arrested closed youth of nishith  with firearms
নিজস্ব চিত্র

ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ এক যুবক। ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। গোপন সুত্রে খবর পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যায় কোচবিহার শহর সংলগ্ন হরিণচওড়া এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় কোচবিহার কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ আদালত তোলা হবে।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম আশরাফ আলি(৩৩)। তার বাড়ি পানিশালা গ্রাম পঞ্চায়েতের ভোজনপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সাদা পোশাকে ধরে ফেলে আশরাফ আলিকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি অত্যাধুনিক ৭.৬ এমএম গুলি ভর্তি পিস্তল। পুলিশের অনুমান, আগ্নেয়াস্ত্রগুলো বিক্রির উদ্দেশেই হরিণচওড়ায় ক্রেতার জন্য অপেক্ষা করছিল। ধৃতের বিরুদ্ধে নানা রকমের বিভিন্ন ধারায় বহু মামলা রয়েছে। আগামীকাল তাঁকে আদালতে তুলে ১০ দিনের হেফাজত চাইবে পুলিশ।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলার ভেটাগুড়ি, দেওয়ানহাট, পানিশালা, ঘুঘুমারি, বলরামপুর, জিরানপুর, চান্দামারি, মেখলিগঞ্জ পুন্ডিবাড়ি, এমনিক দিনহাটার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল আশরাফকে। দলের টিকিটে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে না পেরে নিশীথের ঘনিষ্ঠরা তখন তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেন। তাঁরা নিজেদের যুব তৃণমূলের প্রার্থী বলে পরিচয় দেন। বেশ কিছু গ্রাম পঞ্চায়েত তাঁরা দখলও করেন তাঁরা। সেই সময় বিভিন্ন এলাকায় অশান্ত হয়ে ওঠে। অভিযোগ, নিশীথ ও আশরাফ ওই সময় কোচবিহার ১ নং ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নেতৃত্ব দেন।
তারপর ৭ই ডিসেম্বর কোচবিহারের বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা সভা ছিল। সেই সভায় সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই সভায় আসেন নি। সেদিন রাতেই কোচবিহার জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ পার্থ প্রতিম রায় তাঁকে দল থেকে বহিস্কার করে দেন। জানা গেছে, বিজেপির যে গণতন্ত্র বাঁচাও সভা হয়েছিল, তাতে নাকি লোকজন পাঠানোর অভিযোগ ওঠে নিশীথের বিরুদ্ধে।বহিষ্কার হওয়ার পরেই তিনি আশরাফকে নিয়ে রাতে কলকাতায় যান বলে একটি সূত্রে জানা যায়।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত সিকিমের বাসিন্দা

তারপর নিশীথ প্রামাণিকের বিজেপিতে যোগদানের আগে নির্দল যে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত তাঁদের দখলে ছিল, সেগুলির সদস্যনরা বিজেপিতে যোগদান করেন। সেই সময় কলকাতা থেকে আশরাফ বাড়ি ফিরতে না ফিরতেই তাঁর বাড়ি থেকে একটি গাড়ি তুলে নিয়ে আসে। তারপর গত বৃহস্পতিবার তাঁকে হরিন চওড়া থেকে তাঁকে দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here