নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে তৃনমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে পুলিশ আট জনকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, চোপড়া দাসপাড়া গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন ও প্রধান নির্বাচনকে কেন্দ্র করে গতকাল তৃনমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে পাশাপাশি চলে গুলি বোমা। এই ঘটনায় উভয়পক্ষের আহত হয় ২৩ জন। গুলিবিদ্ধ হয় ৬ জন৷ আগুন লাগিয়ে দেওয়া হয় এলাকার বেশ কয়েকটি বাড়িতে। এই ঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পরে।
ঘটনাস্থল র্যাফ, কমব্যাট ফোর্স সহ চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পাশাপাশি শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালায়। এরই মধ্যে দিয়েই চোপড়ার দাসপাড়া গ্রামপঞ্চায়েতের বোর্ড গঠন করে তৃনমূল কংগ্রেস। এই ঘটনায় মামলা করে চোপড়া থানার পুলিশ। গতকাল রাতে এলাকার বিভিন্ন জায়গা থেকে আট জনকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতদের ইসলামপুর আদালতে তোলা হয়।
আরো পড়ুনঃ কালিয়াগঞ্জের সাহিত্য ও সংস্কৃতি জগতের নক্ষত্র শরদিন্দু দাশগুপ্ত’র জীবনাবসান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584