রায় সুন্দরীকে টেক্কা দিয়ে বাজিমাত প্রিয়াঙ্কার

0
122

বিনোদন ডেস্ক,নিউজফ্রন্টঃ

সম্প্রতি ‘যোধা আকবর’- এর জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন ঐশ্বর্য।কিন্তু, ঐশ্বর্যকে পিছনে ফেলে সেরা অভিনেত্রীর শিরোপা জিতে নেন প্রিয়াঙ্কা চোপড়া।সেরা অভিনেত্রী বিভাগে ‘ফ্যাশন’ এবং ‘দোস্তানা’-র জন্য মনোনয়ন পেয়েছিলেন পিগি।কিন্তু, ঐশ্বর্যকে পিছনে ফেলে প্রিয়াঙ্কা কীভাবে সেরা অভিনেত্রীর শিরোপা পায় তা নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর।প্রিয়াঙ্কা সেরা অভিনেত্রীর পুরস্কার নেওয়ার পর মঞ্চে ওঠেন পরিচালক আশুতোষ।পুরস্কার নেওয়ার পর পরই তিনি বলেন, প্রিয়াঙ্কা সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন,এর জন্য তিনি খুশি।প্রিয়াঙ্কাকে ভালবাসেন তিনি।

ফাইল চিত্র

কিন্তু, ঐশ্বর্য থাকতে প্রিয়াঙ্কা কীভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন,তা দেখে চমকে গিয়েছেন তিনি।শুধু তাই নয়, জয়া বচ্চনও নাকি তাঁকে এই একই প্রশ্ন তাঁকে করেন। আশুতোষ গোয়াড়িকরের কথা শুনে সবাই যেন চমকে ওঠেন।পরে তিনি বলেন,প্রিয়াঙ্কার অক্লান্ত পরিশ্রমই তাঁকে সেরা অভিনেত্রীর শিরোপা এনে দিয়েছে।যদিও ওইদিন আশুতোষ গোয়াড়িকরের মন্তব্যের কোনও উত্তর দেননি প্রিয়াঙ্কা।কিন্তু, ঘনিষ্ঠ মহলে তিনি নাকি সংশ্লিষ্ঠ পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।পাশাপাশি তিনি আরও বলেন, ঐশ্বর্যর একটি সুন্দর মুখ রয়েছে।যার জন্য সব কিছু তাঁর জন্য খুব সহজ হয়ে যায়।আর প্রিয়াঙ্কার ওই কথা শোনার পর নাকি বিরক্তি প্রকাশ করেন রাই সুন্দরী।তবে এ বিষয়ে তিনি কখনও কোনও পাল্টা মন্তব্য করেননি।

আরো পড়ুনঃ গুগল-টুইটার-ফেসবুকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here