খালিদ মুজতবা,মুর্শিদাবাদঃ
বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র সহ গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করলো রানীনগর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে রানীনগর থানার ওসি সামিত তালুকদারের নেতৃত্বে রানীনগর থানার অন্তর্গত কাতলামারী বিএসএফ রোডে বিপুল পরিমাণ অস্ত্র সহ প্রফুল্ল মন্ডল নামের অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় পুলিশ ওই অস্ত্র ব্যবসায়ী কাছ থেকে উদ্ধার করে একটি নাইন এমএম স্টেনগান, একটি নাইন এমএম পিস্তল, দুটো মাস্কেট, তিনটি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি ও একটি অত্যাধুনিক নাইট ভিশন ক্যামেরা।
আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পাথর প্রতিমা,আক্রান্ত পুলিশ
কি কারনে ওই অস্ত্র ব্যবসায়ী বাংলাদেশ বর্ডার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিপুল পরিমাণ অস্ত্র সহ অপেক্ষা করছিল সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে রানীনগর থানার পুলিশ। কিভাবে এত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম ওই ব্যক্তির কাছ থেকে এলো সে বিষয়ে ধন্দে পুলিশ। অভিযুক্তকে আজ আদালতে তোলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584