বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পাথর প্রতিমা,আক্রান্ত পুলিশ

0
50

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

conflict between bjp and tmc | newsfront.co
আক্রান্ত।নিজস্ব চিত্র

ফের বিজেপি তৃনমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা।উভয় পক্ষের আহত দশ জন।প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।পাথর প্রতিমার গোবর্ধনপুর কোস্টালের ঘটনা।

Bike | newsfront.co
বাইক ভাঙচুর।নিজস্ব চিত্র

আহত গোবর্ধনপুর ওসি,সিআই সহ প্রায় কুড়ি জন পুলিশ।অভিযোগ একুশে জুলাই উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ছিল। অনুমতিক্রমে সেই মিছিল যাওয়ার পথে হঠাৎ বিজেপির দুষ্কৃতীরা মিছিলের উপরে ইট বৃষ্টি করতে থাকে বলে তৃনমূলের অভিযোগ।তখন তৃণমূলের মিছিলের লোকজন ঘুরে দাঁড়ায়।

bike | newsfront.co
নিজস্ব চিত্র

খবর যায় ঢিল ছোড়া দূরত্বে গোবর্ধনপুর কোস্টাল থানায়।থানার ওসি পুলিশদের নিয়ে এলাকায় এসে উপস্থিত হয়। তাদের উপরে চলতে থাকে অতর্কিতেই ইট বৃষ্টি।পুলিশ কোন কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে।এই ঘটনায় পুলিশ আহত হওয়ার খবর শুনে কাকদ্বীপ সি আই পুলিশ নিয়ে এলাকায় আসে।অন্ধকারে ইট বৃষ্টি করা হয়।

নিজস্ব চিত্র
leader of bjp | newsfront.co
সুফল খাঁটু,বিজেপি নেতা।নিজস্ব চিত্র

আহত হন সি আই। আহত প্রশাসনের সবাইকে স্থানীয় ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেই সঙ্গে কিছুক্ষণের মধ্যে দেখা যায় তৃণমূল সমর্থক মার খেয়ে রাস্তায় পড়ে রয়েছে গুরুতর আহত অবস্থায় তাদেরকেও ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর,চললো বোমাবাজি

leader of tmc | newsfront.co
স্থানীয় তৃণমূল নেতা।নিজস্ব চিত্র

প্রাণ ভয়ে তৃণমূল সমর্থক স্থানীয় একটি দোকানে আশ্রয় নেই। দোকানে ভাঙচুর করা হয়। তৃণমূল কিছু সমর্থককে বাইরে বার করে নিই শাবল দিয়ে প্রচন্ড ভাবে মারধর করে বিজেপি সর্মথকদের।

এমনকি এলাকায় গিয়ে দেখা যায় ১৫টি মোটরসাইকেল ২৩ টি সাইকেল ভাঙচুর করে জলে ফেলে দেয় বিজেপি সমর্থকরা ১ টি ইঞ্জিন ভ্যানে আগুন ধরিয়ে দেয়।

থানার ভিতর বাহির থেকে ইট বৃষ্টি করতে থাকে দুই সর্মথক।বাধ্য হয়ে প্রশাসন কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ফায়ার করে।বর্তমানে এলাকায় বিশাল পুলিশবাহিনী রয়েছে।বিজেপির দাবি তৃনমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে।পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here