মনিরুল হক, কোচবিহারঃ
বিপুল পরিমাণে গাঁজাসহ চার যুবককে আটক করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই চার যুবককে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই চার যুবকের নাম বান্টি গোয়ালা(৩৫), রোহিত গোয়ালা (২৫), রবীন্দ্র গোয়ালা(২৬) এবং বিবেক সিং(২২)। ধৃতদের প্রত্যেকের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত ফাটাপুকুরের জঙ্গিপাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে পুলিশ ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।
কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় বলেন, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কোতোয়ালী থানার পুলিশ সাদা পোশাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ওই চার যুবককে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ বাগডোগরায় দুটি হরিণের সিং উদ্ধার, গ্রেফতার ১
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে তারা দিনহাটা থেকে ওই গাঁজা গুলি নিয়ে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর পিছনে অন্য পাচার চক্রের থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালী থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584