শ্যামল রায়,নবদ্বীপঃবৃহস্পতিবার যৌন নির্যাতন করার অপরাধে মায়াপুরের সন্ন্যাসী মহারাজাকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে ধৃত সন্ন্যাসী মহারাজের নাম পদ্মনাভ ও মহারাজ।
এদিন মায়াপুরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। মহারাজের বিরুদ্ধে অভিযোগ যে ওই পদ্মনাভ মহারাজের ঘরে বেশকিছু শিশু যাতায়াত করত। অভিযোগ যে শিশুদের সাথে ওই মহারাজ যৌনসুখ পেতে শিশুদেরকে ব্যবহার করতো বলে অভিযোগ। শিশুদের পরিবারের তরফ থেকে ওই সন্ন্যাসী বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় নবদ্বীপ থানায় বুধবার রাতে।
বৃহস্পতিবার মায়াপুরের একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয় পদ্মনাভ মহারাজকে।
এদিন নবদ্বীপ দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন সন্ন্যাসী পদ্মনাভ ও মহারাজ কে। আরও জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরেই মায়াপুরে ইসকন মন্দির সংলগ্ন একটি অ্যাপার্টমেন্টে এসে থাকতেন। এই অ্যাপার্টমেন্টেই তিনি এই ধরনের কুকর্ম করতেন বলে জানা গিয়েছে। পুলিশ ওই মহারাজের আরো কু-কীর্তি আছে কিনা জানতে তদন্ত শুরু করেছে।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584