হরষিত সিংহ,মালদহঃ
ভারতীয় নামীদামী কোম্পানির প্রায় বাইশটি চোরাই মোটর বাইক সমেত পচার চক্রের এক মূল পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে কালিয়াচক থানার গোলাপগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহব্বতপুর টাওয়ার এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার আইসি সুমন চ্যাটার্জী গোলাপগঞ্জ ফাঁড়ির ওসি গৌতম চৌধুরী নেতৃত্বে এক বিশেষ পুলিশ বাহিনী হানা দেয় গোলাপগঞ্জ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে একটি গোপন ডেরায় লুকিয়ে রাখা বেশ কিছু বাইক উদ্ধার করে পুলিশ। ঘটনায় এক জনকে গ্রেফতার হয়। ধৃতের বাড়িতেও হানা দিয়ে উদ্ধার হয় আরো বেশ কিছু বাইক। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম হাসানুর জামান। বয়স ২০ বছর।বাড়ি মহব্বতপুর টাওয়ার মোড় এলাকায়। এদিন মোট ২২টি চোরাই মোটর বাইক উদ্ধার হয়েছে।ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে চোরাই বাইক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পুলিশ মহলে। পুলিশের প্রাথমিক অনুমান মালদহ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে চোরাই বাইক গুলি বাংলাদেশ পাচারের জন্য মজুত করা হচ্ছিল। তবে পাচারের আগেই সেগুলি উদ্ধার করে পুলিশ।
এই বিষয়ে জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ কালিয়াচক থানায় এক সাংবাদিক সন্মেলন করে বলেন,এদিন গভীর রাতে এলাকায় হানা দিয়ে ধৃতকে গ্রেফতার করা হয়েছে। ২২ টি চোরাই বাইক উদ্ধার হয়েছে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশ হেপাজতে নেওয়া হবে জিঞ্জাসাবাদের জন্য। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584