নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পুরানো বিবাদের জেরে এক মহিলার গলায় ও গালে ব্লেড চালিয়ে গ্রেপ্তার হলেন অভিযুক্ত।

অভিযুক্তের নাম কল্পনা মাহালী।বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়্যার গৌরাঙ্গচক এলাকায়।পুলিশ সূত্রে খবর বুধবার সকালে ওই এলাকারই বাসিন্দা মায়া সরেনের বাড়িতে হঠাত ব্লেড হাতে চড়াও হয় কল্পনা মাহালী।

এদের পুরোনো বিবাদ ছিল বিভিন্ন ব্যাপার নিয়ে।সেই জন্যই প্রতিশোধ নেওয়ার জন্য বুধবার সকালে চড়াও হয় ওই মহিলা।

ব্লেড চালানোর পরেই স্থানীয়রা জড়ো হয়ে যায়।অপরদিকে গুরুতর আহত অবস্থায় মায়া সরেনকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

মায়া সরেনের পরিবারের অভিযোগের ভিত্তিতে কল্পনা মাহালীকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ।অভিযুক্তকে আজ মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সুত্রে খবর।ব্লেডটি সিজ করেছে পুলিশ।
আরও পড়ুনঃ মালদহে লরির চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584