ব্লেডের আঘাতে ক্ষত বিক্ষত গৃহবধূ,গ্রেফতার প্রতিবেশী

0
73

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পুরানো বিবাদের জেরে এক মহিলার গলায় ও গালে ব্লেড চালিয়ে গ্রেপ্তার হলেন অভিযুক্ত।

arrested accused
ধৃত অভিযুক্ত। নিজস্ব চিত্র

অভিযুক্তের নাম কল্পনা মাহালী।বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়্যার গৌরাঙ্গচক এলাকায়।পুলিশ সূত্রে খবর বুধবার সকালে ওই এলাকারই বাসিন্দা মায়া সরেনের বাড়িতে হঠাত ব্লেড হাতে চড়াও হয় কল্পনা মাহালী।

affected
আক্রান্ত। নিজস্ব চিত্র

এদের পুরোনো বিবাদ ছিল বিভিন্ন ব্যাপার নিয়ে।সেই জন্যই প্রতিশোধ নেওয়ার জন্য বুধবার সকালে চড়াও হয় ওই মহিলা।

mark
ব্লেডের আঘাত। নিজস্ব চিত্র

ব্লেড চালানোর পরেই স্থানীয়রা জড়ো হয়ে যায়।অপরদিকে গুরুতর আহত অবস্থায় মায়া সরেনকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

gorachand soren
আক্রান্তের স্বামী গোরাচাঁদ সরেন। নিজস্ব চিত্র

মায়া সরেনের পরিবারের অভিযোগের ভিত্তিতে কল্পনা মাহালীকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ।অভিযুক্তকে আজ মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সুত্রে খবর।ব্লেডটি সিজ করেছে পুলিশ।

আরও পড়ুনঃ মালদহে লরির চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here