পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
চোপড়ার লক্ষ্মীপুর কান্ডে উভয়পক্ষের মোট ৯ জনকে গ্রেপ্তার করে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার পুলিশ।আজ তাদেরকে ইসলামপুর আদালতে তোলা হয়।এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।লক্ষ্মীপুর এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।জানা যাচ্ছে ধৃতদের বাড়ি লক্ষ্মীপুর গ্রামে।
উল্লেখ্য, চলতি মাসের ১১ মার্চ চোপড়ার লক্ষ্মিপুর গ্রামের কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে সাহিদ আলম ও মহম্মদ হাসিব নামে দুই কংগ্রেস কর্মীর গুলি লাগার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল।ওইদিন রাতেই সাহিদ আলম নামে এক কংগ্রেস কর্মীর মৃত্যুর পর নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল লক্ষ্মীপুর গ্রামে।গতকাল সকাল থেকে উত্তেজিত কংগ্রেস কর্মীরা লক্ষ্মীপুর গ্রামে তৃনমূল কংগ্রেস কর্মীদের বাড়িগুলিতে এক এক করে আগুন ধরিয়ে দেয়।পুলিশ প্রথমের দিকে গ্রামে ঢুকতে না পারলেও পরের দিকে গ্রামে ঢুকে পরে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
গতকাল রাতেই লক্ষ্মীপুর এলাকা থেকে উভয়পক্ষের ৯ জনকে চোপড়া থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। আজ তাদেরকে ইসলামপুর আদালতে তোলা হয়।এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে বেআইনি অস্ত্র সহ গ্রেফতার দুই
সাব্বির আলম নামে এক গ্রামবাসী জানিয়েছেন, ‘পুলিশ যাদের ধরে নিয়ে এসেছে তাদের মধ্যে ছাত্রও আছে।পুলিশ কিছু তদন্ত না করেই যাকে পারছে তাকেই তুলে নিয়ে আসছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584